নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে একটি কীটনাশকের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এর ভ্রাম্যমাণ আদালত উপজেলার তমালতলা বাজারে খন্দকার এন্টারপ্রাইজের মালিক নূরুল হুদার এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এর সত্যতা নিশ্চিত করে জানান, বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সময় ওই বাজারে খন্দকার এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। দোকানে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন এর ৫১ ধারায় দোকান মালিক নূরুল হুদা কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।স
উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় সহ মডেল থানার পুলিশ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন।