নাটোর অফিস॥
নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রাম বাজারের চেয়ারম্যান মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২ টায় হঠাৎ এই অগ্নিকান্ডে স্থানীয় তিনটি মুদি দোকান পুড়ে ভস্মীভূতসহ আরো তিনটি দোকানের আংশিক পুড়ে গেছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, গভীর রাতে উপজেলার কৈগ্রাম বাজারের চেয়ারম্যান মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু মূহুর্তের মধ্যে আগুনে পুড়ে রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন ও ই¯্রাফিল নামের তিন মুদি ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়াও পাশবর্তী আরো তিনটি দোকানের আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ মুদি দোকানী রফিকুল ইসলাম বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। হঠাৎ রাতে খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি নিজের দোকনটাই জ¦ল জ¦ল করে জ¦লছে। ভাই আমার কপাল পুড়েছে। একমাত্র সম্বল দোকান ছাড়া আমার আর কিছুই নেই বলে আক্ষেপ করতে থাকেন।
স্থানীয় ইউপি সদস্য মিলন আহমেদ বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি পুড়ার আর কিছুই বাঁকী নেই।