নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি রেখা বেগম(৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বসুপাড়া গ্রাম থেকে ওই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেখা বেগম উপজেলার সদর ইউনিয়নের বসুপাড়া গ্রামের আবুল কালামের।
পুলিশ সুত্রে জানাযায়, বাসুপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হাসান আলী ২০২১ সালে নাটোর আদালতে আড়াই লাখ টাকার চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চেকের ২লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ কারাদন্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত। এরপর থেকেই আসামি রেখা বেগম আতœগোপনে থাকে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে বাগাতিপাড়া থানার পুলিশ বাসুপাড়া গ্রামে অভিযান চালিয়ে রেখাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রেখা বেগমকে আটকের পর বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।