নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে মোঃ আপেল আহমেদ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মোঃ মেহেদী হাসান (১৪) ও মোঃ জিল্লুর রহমান (২৫) নামের আরও দুই শিক্ষার্থীকে। বুধবার রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর (লিচুর আড়ৎ) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আপেল আহমেদ বেড়গঙ্গারামপুর গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রাং বলেন, নাজিরপুর বাজার থেকে বেড়ড়গঙ্গারামপুর গ্রামের আনসার আলীর ছেলে আপেল, আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান ও মোস্তফার ছেলে জিল্লুর রহমান মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলো। বেড়গঙ্গারামপুর এলাকায় পৌছালে মেইন সড়কের পাশে অবস্থিত বট গাছের সাথে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আপেল আহমেদ নিহত হয় এবং আশঙ্কাজনক অবস্থায় অপর দইজনকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।