নাটোর অফিস॥
নাটোরের লালপুর উপজেলার ৭০ বছর বয়সি রাবেয়া বেগম তার নাতনির সাথে রাতে আজিম নগর রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদ্রাসায় শুনতে গিয়েছিলেন ইসলামি জালসা। কিন্তু বিধি বাম। নাতিনি জালসা শুনে তাকে রেখে বাড়ি চলে আসায় অসুস্থ রাবেয়া একাই বাড়ি ফিরছিলেন। কিন্তু পথ ভুলে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন। এসময় তার পেছন দিক থেকে আসা আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার রাত ১২ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতে অসুস্থ রাবেয়া বেগম তার নাতনির সাথে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামী জালসা শুনতে গিয়েছিল। তার নাতনি বৃদ্ধ রাবেয়াকে রেখে জালসা শেষে ভুল করে বাড়ি চলে যায়। পরে রাবেয়া রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এসময় পেছন থেকে ঢাকা গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করেছে।