নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে রহিম আলী (৪৫), কাঁচু আলী (৫০) ও বিদ্যুৎ হোসেন (৩২) নামে ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। রহিম আলী ঘটনাস্থলেই এবং অপর দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) এবং নজুরপুর গ্রামের কাঁচু আলী (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, সোমবার সকালে পুন্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন।পথে নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার জোলারবাতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রহিম আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এসময় অটোভ্যানের ৪ যাত্রি আহত হয়। খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কাঁচু আলী ও বিদ্যুৎ হোসেন নামে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সিংড়া থানার ওসি মিজানুর রহমান তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছে।