নাটোর অফিস॥
সিংড়া চলনবিল শিক্ষা উৎসব ২০২৩ কর্মজীবনে সফল যারা, কেমন তারা সম্মাননা পুরস্কার পেলেন সিংড়া ১০নং চৌগ্রাম ইউনিয়নের দেহবাড়ি গ্রামের কৃতী সন্তান ডাঃ সুলতানা নাজনীন রিতা
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় সিংড়া উপজেলা কোট প্রাঙ্গণে চলনবিল শিক্ষা উৎসব ২৩ তাকে এ সম্মাননা প্রদান করেন।
ডাঃ সুলতানা নাজনীন রিতা পেশায় একজন চিকিৎসক এমবিবি এস, ডিজিও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল নওদাপাড়া রাজশাহী।
স্বামী ডাঃ এমডি মনিরুজ্জামান মানিক সহকারি প্রফেসর শিশু বিভাগ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া।
পিতা মৃত প্রফেসর আশরাফুল ইসলাম, মাতা মাহমুদা বেগম, বড় ভাই শামীম মাহমুদ, এবং ছোট ভাই ফেরদৌস মোহাম্মদ শেলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার উত্তরা ব্যাংক ইস্কাটন শাখা ঢাকা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রধান অতিথি জুনায়েদ আহমেদ পলক এমপি মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদা কাদের (সিংড়া রত্ন) মাননীয় বিচারপতি বাংলাদেশ হাইকোর্ট ও জাকিয়া সুলতানা (সিংড়া রত্ন) সম্মানিত সচিব শিল্প মন্ত্রণালয়, শামীম আহমেদ জেলা প্রশাসক নাটোর, মোঃ সাইফুর রহমান পিপিএম, পুলিশ সুপার নাটোর, শেখ মোঃ অহিদুর রহমান আহ্বায়ক, সিংড়া রত্ন উপ কমিটি, মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস সদস্য চলন বিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটি ও মেয়র সিংড়া পৌরসভা,
মোঃ শফিকুল ইসলাম শফিক, চেয়ারম্যান সিংড়া উপজেলা পরিষদ। আমন্ত্রিত অতিথি,আয়মান সাদিক প্রতিষ্ঠাতা, ১০ মিনিট স্কুল। মুনজেরিন শহীদ প্রশিক্ষক ১০ মিনিট স্কুল। মাহতাব হোসাইন সহ-সভাপতি, বাংলার ম্যাথ গণিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আশরাফুল আলম শাকুর সহ – প্রতিষ্ঠাতা বাংলার ম্যাথ গণিত অলিম্পিয়াড পরামর্শ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সভাপতিত্ব করেন চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিংড়া উপজেলা নির্বাহী অফিসারএম এম সামিরুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটি সদস্য সচিব মওলানা রুহুল আমিন প্রমুখ।