নাটোর অফিস॥
২০২৩ এর প্রথম দিনে স্নাতক প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ারস্ ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কর্তৃক নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রঞ্জন কুমার সরকারের মাতা স্বর্গীয় মিনতী রানী সরকার ” রত্নগর্ভা” হিসেবে মরনোত্তর সম্মাননা পেলেন। মায়ের পক্ষে সম্মাননা গ্রহন করেন প্রকৌশলী রঞ্জন কুমার সরকার এবং তার মেয়ে অনিন্দিতা সরকার। রঞ্জন কুমার সরকার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের শিক্ষক মৃত ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে।
রতœগর্ভা মায়ের প্রথম ছেলে রতন কুমার সরকার-অগ্রণী ব্যাংকের এজিএম, দ্বিতীয় ছেলে কাঞ্চন কুমার সরকার সলংগা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, তৃতীয় ছেলে চন্দন কুমার সরকার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কম্উিনিটি মেডিক্যাল অফিসার এবং ছোট ছেলে রঞ্জন কুমার সরকার উপজেলার বনপাড়াস্থ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম হিসেবে কর্মরত আছেন। মায়ের ৪ ছেলের সবাই সম্মানজনক পেশায় নিয়োজিত। এছাড়াও তার মা অন্যান্য গুনে গুনান্বিত ছিলেন বলে আইইবি কর্তৃক মিনতী রানী সরকারকে রতœগর্ভা মা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। এছাড়াও আইইবি প্রেসিডেন্ট, সেক্রেটারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।