নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (০৯ অক্টোবর) দুপুরে জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নাটোর -১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের ভিত্তি প্রস্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায় কলেজটির নতুন ভবন টি নির্মিত হবে যা বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশর অধিদপ্তর পাবনা জোন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শুকুমার মুখার্জী, জামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান হাকিম, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সাবেক ছাত্র নেতা সাদেকুর ইসলাম সাদেক প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।