নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ হয়েছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস হলরুমে ৩০ জন কৃষক-কৃষাণী নিয়ে ৩দিন ব্যাপী এই প্রশিক্ষণে আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংড়া। প্রশিক্ষণের দ্বিতীয় দিন সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ। প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজার সভাপতিত্বে নাটোর জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। পরে বিকেল ৫টায় সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলামের আদর্শ ফল বাগান ও বিষমুক্ত সবজি বাগান পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা।