নাটোর অফিস॥
নাটোরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বুধবার দশমী পূজা শেষে সন্ধ্যার পূর্বে নাটোর মহারাণী ভবানীর রাজপ্রাসাদের লেকে রাজবাড়ির বড় তরফ ও ছোট তরফের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন শুরু হয়। এর পরে পৌর এলাকার প্রতিমাগুলো এক এক করে বিসর্জন দেওয়া হয়। শহরের প্রতিমাগুলো ট্রাকে তুলে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। এ সময় ভক্তবৃন্দ মাকে শেষ বিদায় দিতে উপস্থিত ছিলেন। বিসর্জন স্থলে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রতœা আহমেদ এমপি , জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি ও পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, হিন্দু-বৌদ্ধ -খৃীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল প্রকার বিশৃংখলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। দুর্গতিনাশিনী মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরে সবাই। পরে মিলিত হয় আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।