নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে অধিক মূল্যে সার বিক্রি করার দায়ে বিসিআইসি সার ডিলার মোহাম্মাদ আলীকে ১২ হাজার টাকা ও খাওয়ার অনুপযোগী মসলা ভাঙ্গানোর দায়ে জিতেন কুন্ডু নামে মসলা গুড়া মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁচকৈড় বাজারে সার ব্যবসায়ী ও মসলা গুড়া মিল মালিক দায় স্বীকার করায় তাদের ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়র রহমান উপস্থিত ছিলেন।