নাটোর অফিস॥
শোভাযাত্রা এবং আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, দখল, দুষণ আর পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীগুলোকে হত্যা করা হচ্ছে। সচেতনতা সৃষ্টি এবং কার্যকরি পদক্ষেপ গ্রহনের মাধ্যমে নদীগুলোর প্রাণ ফেরাতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকার পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়ন কাজ শুরু করেছে। নদী কমিশনের কার্যক্রমকে সম্প্রসারিত করে সমন্বিত উদ্যোগ গ্রহনের উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট্র সুকুমার সরকার, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ অলোক মৈত্র ,অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বরে শোভাযাত্রা বের করা হয়।