নাটোর অফিস ॥
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংসন স্টেশনে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালু করা হয়।
আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, আজ রোববার সকালে সাড়ে ১০ টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। ট্রেনটি রাজশাহীমুখি লাইনে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাইনে উঠলে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ থেকে ধোয়া বের হয় বলে জানা যায়। আগুন লাগায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে ট্রেনের অপর একটি ইঞ্জিন এনে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। এতে কোন হতাহতের ঘটেনি । এছাড়া ট্রেন চলাচলেও কোন বিঘœ ঘটেনি।