নাটোর অফিস ॥
নাটোরের লালপুর থেকে ১৪৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ রাকিবুল হাসান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাট চিলান এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাকিবুল হাসান উপজেলার টিটিয়া গ্রামের আবু সাঈদ শেখের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাট চিলান এলাকায় ঘাটচিলান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পাকা রাস্তার উপর একটি চেকপোষ্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে ১ হাজার ৪৮২ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ও মোটর সাইকেলসহ রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাকিবুল হাসান জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিলো। গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্য কেনাবেচা করে আসছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।