নাটোর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুদাসপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীকে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মনোনয়ন প্রদানের জন্য দলের হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছেন উপজেলায় দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা। তাদের মতে, পৌর মেয়র হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন শাহনেওয়াজ আলী। তিনি মনোনয়ন পেলে, পুনরায় এ আসনটিতে আওয়ামী লীগ জয়লাভ করবে।
শাহনেওয়াজ আলীর পক্ষে অবস্থান নেয়া এসব তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌর কমিটির ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সম্পাদকগণ।
বুধবার দুপুরে গুরুদাসপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে মনোনয়ন প্রদানের এই দাবী জানানো হয়।
সমাবেশে উপজেলার ইউনিয়ন পর্যায়ের সভাপতি মো. আইয়ুব আলী, রবিউল করিম বাবু, শরিফুল ইসলাম, আব্দুল বারী, প্রভাষক জামাল উদ্দিন, হাসমত আলী সহ সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বর্তমান সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও নেতাকর্মিদের অবমূল্যায়ন করার চিত্র তুলে ধরেন। এছাড়া সাংসদ কুদ্দুসের বিরুদ্ধে বিগত ইউপি ও উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীদের সমর্থনসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গেরও অভিযোগ করেন বক্তারা।