নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আশিক (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরো ৭ জন আহত হয়। আজ সোমবার সকাল ৮ টার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর করমদোষী এলাকায় আশিক নিহত হন। হতাহতরা স্থানীয় একটি এক চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অপর ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আশিক করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে এবং সে রাজমিস্ত্রীর কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছিলেন সিহাব উদ্দিন ও তাঁর ছেলে আশিক সহ অন্তত ১২ জন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই আশিক মারা যায়। আহত হন আশিকের পিতা সিহাব উদ্দিন, মোমীন,হাফেজ, সারোয়ার, বেলাল,শফিক ও চা দোকানী মালেকের স্ত্রী রুপালী বেগম। রুপালী বেগম চায়ের দোকান পরিচালনা করছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বজ্রপাতে ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।