নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে মিলন বাবু (৪১) নামে এক যুবককে পিটিয়ে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার রাত নয়টার দিকে উপজেলার মৌখাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিলন উপজেলার চকপাড়া গ্রামে জাঁন মোহাম্মদ প্রামানিকের ছেলে।
আহত মিলন বাবু বলেন, আমি ভেকু মেশিন আনা নেওয়ার জন্য গাড়ী (লবিট) ভাড়া দিয়ে থাকি। গুরুদাসপুর উপজেলার নওপাড়া এলাকার মমিন আলীর নিকট পাওনা টাকা চাইতে গেলে তিনি মৌখাড়া বাজারে যেতে বলেন। সেখানে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মমিন আলী পেছন থেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় আমার নিকট থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি সটকে পড়েন। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
মমিন আলী বলেন, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। টাকা ছিনতাই বা মারপিটের কোন ঘটনা ঘটে নাই। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।