নাটোর অফিস॥
নাটোরের ৪৭ বছরের পূরাতন শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড় হরিশপুর শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে আসে। শোভাযাত্রা শেষে দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর
রহমান টুটুলের সভাপিতত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, এলাকার শহীদ পরিবারের সন্তান ও সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পাল, অনুষ্ঠান উদযাপন মিটির আহবায়ক মনির হোসেন স্বাধীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে শোভাযাত্রা, শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষকদের সন্মাননা প্রদান ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান।