নাটোর: নাটোরে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ধাক্কায় ব্যাটারীচালিত ইজিবাইক খাদে পড়েছ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক খলিলুর রহমানকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, আহত অবস্থায় ইউএনওকে নাটোর সার্কিট হাউজে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, একটি ফুটবল টূর্নামেন্টে যোগ দিতে সরকারী গাড়িতে চড়ে নাটোর শহরে আসছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। পথিমধ্যে নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় অতিক্রমের সময় হঠাৎ করে পাশ্ববর্তী রাস্তা থেকে একটি ইজিবাইক মহাসড়কে উঠে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধাক্কা লেগে উল্টে যায় এবং ইউএনওর গাড়িটি রাস্তার পাশে খাদে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ইউএনও, তার গাড়ি চালক, পিয়ন ও ভ্যান চালক খলিলুর রহমান আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় ভ্যান চালককে প্রথমে জেলা সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ইজিবাইকটিতে কোন যাত্রী ছিলো না।
এ ব্যাপারে ইউএনও আনোয়ার পারভেজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। তবে নাটোর সার্কিট হাউজেরর একজন কর্মচারী জানিয়েছেন, তিনি বাম হাত ও বাম পাঁজরে সামান্য আঘাত পেয়েছেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।