নাটোর অফিস॥
নাটোরের সিংড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট অধিবেশনে পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন মোট ৩৮ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৪২ টাকা ১ পয়সা বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ২ কোটি ৪৭ হাজার ৫৪২ টাকা ১ পয়সা।
অধিবেশনে পৌরসভার সমস্যা ও উন্নয়ন তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, রাজশাহী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস তার বক্তব্যে পরিবেশবান্ধব একটি মডেল পৌরসভা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।