গুরুদাসপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রার্থী পরিবর্তনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন দুই উপজেলার আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মিরা। গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী বুধবার বেলা ১২টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী বক্তব্য রাখেন। তিনি বর্তমান সাংসদ আব্দুল কুদ্দুসকে বাদ দিয়ে তৃণমুলের নেতা গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী অথবা নাটোর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ছাড়াও বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, মশিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান জিন্নাহ, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোকন মোল্লা প্রমুখ।
এ ব্যাপারে সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, দুই উপজেলার নেতাকর্মিরা জানেন কে ভাল আর কে মন্দ। দলে যাদের কোন অবদান নেই, তারাই আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছাড়াচ্ছে। এতে দলীয় নেতাকর্মিদের দুশ্চিন্তার কোন কারণ নেই।