নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী বলেন, পৌর এলাকার সোনাপাতিল মহল্লার বাসা বাড়ির পয়নিষ্কাশনের পানি বাগাতিপাড়া-নাটোর প্রধান সড়ক দিয়ে নির্গত হয় । সড়ক নষ্ট হয়ে যায়। বারবার সংষ্কার করার পরও উপজেলার মালঞ্চি বাজার থেকে বিহারকোল বাজারে যাওয়ার পথে সড়কে খানা খন্দক সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়তে হয় ওই পথে চলাচলকারী পথচািরদের।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা আ’লীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠাণ্ডু, মডেল থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি এ, এ, এম আল-আফতাব খান সুইট, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান, বাজার কমিটির সভাপতি-সম্পাদক, ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা, ইমাম, পুরোহিত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় আলোচ্য বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণ ও সমাধান করার কথা বলেন সভার সভাপতি ইউএনও প্রিয়াংকা দেবী পাল।