নাটোর অফিস ॥
নাটোরে শেখ রকিবুল ফাউন্ডেশন ঈদের নতুন জামা উপহার দিয়েছে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুকে। সুবিধাবঞ্চিত শিশুদের আলোকচ্ছটায় রাঙিয়ে তুলতে শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বাহারি রঙের এসব নতুন পোশাক উপহার দিয়েছে দাতব্য প্রতিষ্ঠান শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৃহস্পতিবার নাটোর শহরের কানাইখালী এলাকায় শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে পোশাক বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু ও সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম। ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক নাহিদ আহমেদ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিতঅধ্যাপক ইসমেতারা বানু, প্রভাষক সাহাজুল ইসলাম, রাজু শেখ, গোলাম রাব্বানী, সাদমান সৌমিক, রিয়াদ মাহবুব প্রমুখ।
ঈদের নতুন পোশাক পেয়ে দারুন খুশি সুবিধাবঞ্চিত শিশুরা। শহরের ঝাউতলা ও বড়গাছা ও বেলঘরিয়া এলাকার সুবিধাবঞ্চিত শিশু শামী,লাকি,বিল্লাল,হাবিব,রিফাত,রকি ও ইমন বলে, রংবে রংয়ের নতুন জামা পেয়ে তাদের খুব ভাল লাগছে। তারা এবার নতুন জামা পড়ে ঈদের দিন খুব আনন্দ করবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ বলেন, সামাজিক ও মানবিক কাজ করার উদ্দেশ্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষুদা, দারিদ্র্যতামুক্ত শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২১সালে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারে মনোনীত হওয়া গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা বিজয়ী শেখ রিফাদ মাহমুদ’র উদ্যোগে ‘শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র যাত্রা শুরু। সংগঠনটি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণ সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।