নাটোর অফিস ॥
নাটোরে সদর উপজেলা কমপ্লেক্স ভবনের দোকান ঘর শর্ত সাপেক্ষে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শুধু মাত্র মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বরাদ্দ প্রদানের দাবী জানিয়ে স্মারকলিপি পেশ করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে সন্তান কমান্ডের ব্যানারে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুনের কাছে এই স্মারকলিপি পেশ করে। স্মারক লিপিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাটোরের আহ্বায়ক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ও সংগঠকের কন্যা উমা চৌধুরী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ মোস্তাক আলী মুকুল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু, বীর মুক্তিযোদ্ধা তপন রায়, বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলী,সন্তান কমান্ডের যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু, সদস্য ফরহাদ হোসেন, খন্দকার মাহবুব, পৌর সন্তান কমান্ডের সভাপতি আসাদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক বিউটি কোলী সহ আনান্য বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড নেতৃবৃন্দ।
স্বারক লিপিতে উল্লেখ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল জেলা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছেন একটি বিশেষ লক্ষ্যে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে বহুবার উল্লেখ করেছেন এইসব কমপ্লেক্সের আয় দিয়ে স্ব-স্ব সংসদ পরিচালিত হবে এবং তারাই এই সমস্ত কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণ করবেন এবং কিছু আগ্রহী উদ্যোগী মুক্তিযোদ্ধা পরিবার ব্যবসা বাণিজ্য করে সাবলম্বি হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্রের ধারায় উল্লেখিত বিধিমতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সকল সহায় সম্পদের উত্তরাধিকার মুক্তিযোদ্ধা সংসদ সšতান কমান্ড। তাই ভবিষ্যৎ এ এই সমস্ত স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়ভার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ওপর অর্পিত হবে। তাই আমরা চাইনা কোন অবস্তাতেই এই সমস্ত কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা পরিবারের বাইরে অন্য কেউ ভারাটিয়া হিসেবে প্রবেশ করুক। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, আপনি পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন, আপনি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের অবিভাবক। যেহেতু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠণতন্ত্র ধারা ৯ ‘গ’ ১ উপধারা অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন। তাই আপনি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডেরও অবিভাবক। আপনি যেভাবে আপনার উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মঙ্গল ও কল্যাণ কর্মে আন্তরিক ঠিক সেইভাবে মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি সদাশয় হবেন আপনার কাছে আমাদের এমনই প্রত্যাশা। নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ঘর বরাদ্দের জন্য ০৫. ৪৩.৬৯৬৩.১৬.০০৬.০২.০০২.১৯.৪১ নং স্মারকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে ০৫ নং শর্তে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী ব্যাক্তি/পরিবারের কেউ দোকানঘর ভাড়া নিতে পারবেনা। এই শর্তটি আরোপ করার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু দোকানঘর বরাদ্দ নেওয়ার জন্য গণআবেদনের সুযোগ রাখার কারণে, ওই শর্তটি অকার্যকর হবে বলে আমরা আশংকা করছি। তাই উক্ত দোকানঘর বরাদ্দের ক্ষেত্রে গণআবেদনের সুযোগ রহিত করে শর্ত সাপেক্ষে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বরাদ্দ প্রদান করার জন্য জোর দাবি জানানো হয়।