নাটোর অফিস॥
শ্রমিক সংকট মোকাবিলায় নাটোরের লালপুরে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের সাহায্যে ধানের চারা রোপন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভগ্রামে ৬০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় সমবায় পদ্ধতিতে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের সাহায্যে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মাহাদি হাসান, উপ-সহকারী কৃষি কর্র্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
স্থানীয় কৃষকরা জানায়,এই পদ্ধতিতে চারা রোপণে খরচ কম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান এই পদ্ধতিতে ধানের চারা রোপণে উৎপাদন খরচ কম হবে এবং খুব দ্রুত রোপণ ও ফসল কাটা যাবে।