নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও মশিন্দা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ধারাবারিষা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোছাঃ হাজেদা বেগম জানান, বুধবার রাতে নৌকার সমর্থকরা তার সমর্থক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের নির্বাচনী অফিস ভাংচুর করে এবং বৃহস্পতিবার সকালে দাদুয়া গ্রামের আমিনুল হকের ঘর-বাড়ি ভাংচুর করেন। তিনি আরও জানান, তার অনেক কর্মী সমর্থক বাড়ি থেকে ভয়ে পালিয়ে রয়েছে নৌকা প্রার্থীর সমর্থকদের মারধরের ভয়ে। ইতিমধ্যেই নৌকা প্রার্থীর সমর্থকরা তার কয়েকজন কর্মীসমর্থকে মারধর করেছে। তবে পুণঃনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন অভিযোগ অস্বিকার করে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি।
এদিকে মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান ও এবারের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী ও তার সমর্থক জালাল উদ্দিন তাদের জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করেছে। এছাড়া বুধবার রাতে ইউনিয়নের তিন স্থানে কাঠের তৈরি নৌকা ও নৌকার অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে।
মশিন্দা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারীও অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি বা তার কোন সমর্থক এমন কাজ করেনি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, দুইটি ইউনিয়নেই সরেজমিন পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।