নাটোর অফিস ॥
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের গুরুদাপুর ও নলডাঙ্গার ১১টি ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। এই ১১টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মাত্র ৪জন বিজয়ী হয়েছেন। অবশিষ্ট ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী ৬ জন বিজয়ী হন। অপর একটি ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়ী হন। গুরুদাসপুরের ৬ ইউনিয়নের ৪টিতে এবং নলডাঙ্গা উপজেলার ৫টির ৩টিতেই নৌকা প্রার্থীর ভরাডুবি হয়েছে। এই ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার। নলডাঙ্গার বিপ্রোবেলঘরিয়া ইউনিয়নে চশমা প্রতীতের স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শাজাহান আলী বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে নৌকা প্রার্থী তৃতীয় হয়েছেন। বিজয়ী প্রার্থীর নিকটতম প্রার্থী হয়েছেন আনারস প্রতীকের আওয়ামীলীগর বিদ্রোহী তৌহিদুর রহমান লিটন। নলডাঙ্গার অপর ৪টি ইউনিয়নের মধ্যে খাজুরা ইউনিয়নে নৌকা প্রার্থী মোঃ সোহরাব হোসেন,পিপরুল ইউনিয়নে নৌকা প্রার্থী(আ’লীগ) কলিম উদ্দিন,ব্রক্ষ্মপুর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী (আনারস) এসএম আশরাফুজ্জামান এবং মাধনগর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) আব্দুল জব্বার মৃধা বিজয়ী হয়েছে। অপরদিকে গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৪টিতে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন ৪টিতে। এই উপজেলার নির্বাচিতরা হলেন, ১নং নাজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আইয়ুব আলী (মোটরসাইকেল) , ২নং বিয়াঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মিজানুর রহমান (মোটরসাইকেল) , ৩নং খুবজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. মনিরুল ইসলাম (নৌকা) , ৪ নং মশিন্দা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আব্দুল বারী (ঘোড়া) , ৫নং ধারাবারিষা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আব্দুল মতিন (নৌকা) ২৮৯৭ ভোটের ব্যবধানে, ৬ নং চাপিলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মাহাবুবুর রহমান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বিজয়ী হন।
বুধবার (৫ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।