নাটোর অফিস॥
নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ টিতেই আওয়ামীলীগ মনোনিত প্রার্থী (নৌকাা) জয়ী হয়েছেন। অন্য ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ী আওয়ামীলীগ মনোনিত প্রার্র্থীদের মধ্যে দু’টিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন দুই জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই দুজন হলেন ইটালী ইউনিয়নে আরিফুল ইসলাম (নৌকা) এবং শেরকোল ইউনিয়ন পরিষদে লুৎফুল হাবিব রুবেল (নৌকা)।
রোববার অনুষ্ঠিত নিবার্চনে ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১০টার দিকে সিংড়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে বেসরকারী ভাবে ঘোষিত চেয়ারম্যান পদের ফলাফলে নির্বাচিত অন্য চেয়ারম্যানরা হলেন- সুকাশ ইউনিয়ন পরিষদে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন মোফা (নৌকা), ডাহিয়া ইউনিয়নে মামুন সিরাজুল মজিদ (নৌকা), কলম ইউনিয়নে মইনুল হক চুনু (আ’লীগ বিদ্রোহী), চামারী ইউনিয়নে হাবিবুর রহমান স্বপন মোল্লা (আ’লীগ বিদ্রোহী), হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদে মোস্তাকুর রহমান চঞ্চল(নৌকা), লালোর ইউনিয়নে পরিষদে একরামুল হক শুভ (আ’লীগ বিদ্রোহী), তাজপুর ইউনিয়নে মিনহাজ উদ্দিন (নৌকা),চৌগ্রাম ইউনিয়নে জাহেদুল ইসলাম ভোলা (নৌকা), ছাতারদিঘী ইউনিয়নে আব্দুর রউফ বাদশা (নৌকা) এবং রামানন্দ খাজুরা ইউনিয়নে জাকির হোসেন (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী।