নাটোরে শারদ সম্মননা প্রদান

নাটোর অফিস ॥
সদ্য সমাপ্ত দুর্গা পূজায় নাটোর শহরের ৪২টি মন্ডপের অবস্থান মূল্যায়ন করে তিনটি শ্রেষ্ঠ মন্ডপকে এবারই প্রথম সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুক্রবার রাতে নাট্য সংস্থা সাকামের আমিনুল হক গেদু মিলনায়তনে নারদ মিডিয়া এন্ড পাবলিকেশন্স আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ মন্ডপসমূহের আয়োজক কর্তৃপক্ষের হাতে ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
নারদ মিডিয়া এন্ড পাবলিকেশন্সের নির্বাহী পরিতোষ অধিকারী জানান, মন্ডপ ও প্রতিমার সাজসজ্জা, আলোকসজ্জা, পারিপার্শ্বিক পরিবেশ ইত্যাদি মানদন্ডে শহরের পূজা মন্ডপগুলোকে বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়নে অন্নপূর্না সংঘ প্রথম, বৈকালী সংঘ দ্বিতীয় এবং মহপ্রভুর মন্দির তৃতীয় স্থান অধিকার করেছে।
পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ সুবীধ কুমার মৈত্র, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট প্রসাদ কুমার তালুকদার ,এডভোকেট সুশান্ত ঘোষ, সাংবাদিক রনেন রায় , ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *