নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গায় ব্রিজ থেকে পড়ে মিলন হোসেন ওরফে রতন সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার সরকুতিয়া গ্রামের কান্দর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন রাতেই উদ্ধার তৎপরতা চারিয়েও তার সন্ধান পায়না। সোমবার ভোর রাতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রতন সরকুতিয়া পুর্বপাড়া গ্রামের মোঃ জেকের আলী সরদারের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যার দিকে মাছ মারার সরঞ্জামাদি নিয়ে মিলন হোসেন ওরফে রতন বাড়ি থেকে বের হয় । পরে রাতে আর্জেন্টিনার খেলা দেখার উদ্দেশ্যে পার্শ্ববর্তী ফুটানিগঞ্জ বাজারে যায়। সেখানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা ছিল। খেলা শুরু হতে অনেক দেরি দেখে স্থানীয় লোকদের সাথে কান্দরের ব্রীজে গিয়ে আড্ডা দিচ্ছিলো রতন। এক পর্যায়ে রতন ব্রীজের রেলিং থেকে নিচে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। পরে ভোরে তার মরদেহটি উদ্ধার করা হয় । ওসি আরও বলেন, ঘটনাটি যেহেতু রহস্যজনক এবং নিহতের বাড়ি থেকে ঘটনাস্থল বেশ দূরে। তাই তার মৃত্যুর আসল কারণ জানতে ময়না তদন্ত করা জরুরি। এজন্য মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, রতন একজন মৃগীরোগী ছিলেন।