নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে বছরে সাড়ে ছয় হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। যা স্থাণীয় চাহিদার চেয়ে দেড় হাজার মেট্রিক টন উদ্বৃত্ত। শনিবার জাতীয় মৎস্য সপ্তহ উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ওই তথ্য জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজত মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত পোনা মাছ অবমুক্ত, মাৎস্য সেক্টরের সাফল্যের বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শণী, মাছ চাষীদের নিবিরপরামর্শ প্রদান ও মাৎস্য উপকরণ বিতরণ বিষয়ে অবহিত করা হয়। এসময় বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খামার ব্যবস্থাপক মতিউর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, বড়াইগ্রাম প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন পিঞ্জু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি অহিদুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, সাংবাদিক সাইফুর রহমান, আব্দুল কাদের সজল, ফারুক হোসেন প্রমুখ।