বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে চালকের ঘুমের কারনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে এক যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ৩৩ যাত্রী। মঙ্গলবার দুপুর ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রয়না পাম্পের সামে এ দূর্ঘটনা ঘটে। নিহত যাত্রী মুঞ্জুয়ারা বেগম (৫০) রাজশাহীর মোহনপুর থানার পুল্লাপাড়া এলাকার আলাউদ্দিনের স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর জানান, গাজীপুরের কোনবাড়ি থেকে ঈদ ফেরৎ যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে রয়না তেলপাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মুঞ্জুয়ারা বেগম নামে এক জনের প্রাণহানি ঘটে। এসময় অন্তত ৩৩ যাত্রী আহত হয়। খবর পেয়ে নাটোর ও দয়রামপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি টিম এবং বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতাল, বনপাড়ায় বিভিন্ন ক্লিনিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।