নাটোর অফিস
মহামারির সময়ে ঈদ উদযাপন, কারও জন্য যেন ক্ষতির কারন না হয়, সে দিকে লক্ষ রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি করোনার মহামারীর সময়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রতিমন্ত্রী আরো বলেন, ঘরে বসে অনলাইনে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত প্রতিদিন ২০০ কোটি টাকার পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। রোববার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন, মাস্ক ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সাংসদ রতœা আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। পরে সক্রিয় অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র নাটোর সদর, গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রামে কনসেনট্রেটর, ২০টি বুথ, এবং এক লাখ মাস্ক হস্তান্তর করেন।