নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শুরু।

প্রতিনিধি,নলডাঙ্গা॥
নাটোরের নলডাঙ্গায় প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নাটোর অংশের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। এসময় নাটোর এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খানের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ উন্নয়নের সোপানে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই তৃণমূল পর্যায় অর্থাৎ গ্রামীণ জনপদের উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে। বর্তমান সরকার গ্রাম ও শহরের সুষম উন্নয়নের মধ্যে দিয়ে দেশকে মাঝারী আয়ের দেশ থেকে পর্যায়ক্রমে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চায়। তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রশাসনিক বিকেন্দ্রীয়করণের মাধ্যমে সরকার তৃণমূল পর্যায়ে জনগনের কাংখিত সেবা নিশ্চিত করতে চায়। সেই লক্ষ্যে কার্যকরি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য শিমুল। সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইয়াকুব আলী মন্ডল, সাধারন সম্পাদক এসএম ফিরোজ প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তাগণ ছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম জানান, ৫৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নাটোর অংশের মাধনগর থেকে দুর্লভপুর পর্যন্ত ৬ দশমিক ৫০ কিলোমিটার নতুন সড়কসহ তিন সেতু নির্মাণ করা হবে। এডিপির অর্থায়নে এই সড়কটির নির্মাণ কাজ আগামী ১৯ সালের ডিসেম্বও মাসে শেষ হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *