গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওই দিবসের সূচনা হয়। সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জানান স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন, উপজেলার দুই ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও শাহিদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল বারী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।