নাটোর (লালপুর )অফিস॥
নাটোরের লালপুর উপজেলার ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দকৃত রমজান উপলক্ষ্যে মানবিক সহায়তা কার্ডের ৪০ ভাগ দাবি করেছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সমর্থকরা। এব্যাপরে ২ মে নাটোর জেলা প্রশাসক বরাবর আভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের ৮ চেয়ারম্যান।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, গত রোববার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের অফিস কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে মানবিক সহায়তা কমিটির সভা চলাকালিন সময়ে সংসদ সদস্য সমর্থক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবুর নেতৃত্বে কয়েকজন ১০ ইউনিয়নের অনুকুলে বরাদ্দকৃত মানবিক সহায়তা কার্ডের ৪০ ভাগ দাবি করেন। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের দাবি প্রত্যাখ্যান করে নাটোর জেলা প্রশাসকের সহযোগীতা কামনা করেছেন।
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, নিয়মানুযায়ী ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দু:স্থদের তালিকা প্রস্তুত করা হয়। এখানে অন্য কারো মাধ্যমে তৈরী তালিকা বাস্তবায়নের সুযোগ নেই।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু বলেন, ‘আমরা এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলাম। মানবিক সহায়তা কার্ডের ৪০ ভাগ দাবি করার বিষয়টি সঠিক নয়।’
উপজেলা নির্বাহী আফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার সাংবাদিকদের বলেন, নিয়মানুযায়ী ইউপি সদস্যের নেতৃত্ব ওয়ার্ড কমিটি প্রকাশ্যে দুস্থ:দের তালিকা তৈরী করবে। এরপর ইউনিয়ন কমিটির সুপারিশে তা বাস্তবায়ন হবে। এখানে নিয়মের বাইরে কিছু করা সম্ভব নয়।