নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আল আমিন (২৪) নামে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সোনাপুর মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেফাজতে ইসলামের হরতাল সমর্থণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটুক্তি করে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগকে নিয়ে বিদ্দেষমুলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারের অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। আনসার আলী নামে একজন ব্যক্তি বাদি হয়ে গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক আল আমিনসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গ্রেফতারকৃত আল আমিন বগুড়া জেলার শেরপুর উপজেলার কেল্লাকুশি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং উপজেলার সোনাপুর মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু সাদাদ ডিজিটাল নিরাপত্তা আইনে আল আমিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, হেফাজতে ইসলামের হরতাল সমর্থণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটুক্তি এবং পুলিশ প্রশাসন ও ছাত্রলীগকে নিয়ে বিদ্দেষমুলক বক্তব্য দেন কওমী মাদরাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম মুকুল। সেই বক্তব্যের ভিডিও একই মাদরাসার সহকারি শিক্ষক আল আমিন তার ফেইসবুক আইডিতে প্রচার করেন। এঘটনায় স্থানীয় আনসার আলী নামের এক ব্যক্তি বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বাগাতিপাড়া থানায় মামলা করে। সে সুবাদে মাদ্রাসা শিক্ষক আল আমিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও জানান, গ্রেফতারের পর আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।