নাটোর অফিস ॥
নাটোর শহরে ব্যাটারির দোকান থেকে ৯ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনায় খুলনা, পটুয়াখালী ও রাজশাহী থেকে ৬ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের গ্রেফতার করে নাটোর জেলা পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুন্ঠিত ১৮১টি ব্যাটারি। বুধবার (২৪ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক যুবায়ের, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালি জেলার গেরাখালি গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ আমির হোসেন (৩৫), বদলগাছি গ্রামের মোঃ সোবহান সিকদারের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪২), বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া গ্রামের মোঃ মমতাজ ফরাজির ছেলে মোঃ মহিউদ্দিন ওরফে ম।নি উদ্দিন (৩৫), তক্তাবুনিয়া গ্রামের মোঃ হাতেম গাজীর ছেলে মোঃ মনির হোসেন গাজী ওরফে নির (৪০), নড়াইল জেলার আগদীবিছালী গ্রামের মোঃ রশিউজ্জামানের ছেলে মোঃ আবু হোসেন (৪০) ও গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোঃ সামসুল হকের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮)। পুলিশ সুপার বলেন, গত ১১ মার্চ রাতে ডাকাতরা নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে একটি ব্যাটারি দোকানের তালা ভেঙ্গে ইজিবাইক সহ বিভিন্ন যানবাহনের শতাধিক ব্যাটারি ট্রাকে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনায় থানায় মামলা হলে উদঘাটনে নামে পুলিশ। অবশেষে সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে খুলনা, পটুয়াখালী ও রাজশাহী থেকে এই ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অভিযানের সময় লালমনিরহাট থেকে লুটে নেয়া ১১৬টি একই ধরনের ব্যাটারিও উদ্ধার করা হয়। গেস্খফতার হওয়া ডাকাতরা জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।