নাটোর অফিস ॥
নাটোরে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি পরিবহণের দায়ে মোঃ মাহফুজুর রহমান ও মোহাম্মদ সাহেদ নামে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর এলাকায় অভিযান চালিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওন তাদের এই জরিমানা করেন। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন তিনি। এছাড়া ছাতনী ইউনিয়নের মির্জাপুর দীঘা এলাকা থেকে পুকুর খননের সময় একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জরিমানার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,কৃষি জমিতে অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে জেলার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর এবং সদর উপজেলার ছাতনী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ভ্রাম্যমান আদালত মোমিনপুর এলাকায় কৃষি জমিতে অনুমতি ব্যতিত পুকুর খন ও মাটি পরিবহনের অভিযোগে মাহফুজুর রহমান ও মোহাম্মদ সাহেদ নামে দুইজনকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে। এছাড়া সদর উপজেলার মির্জাপুরদীঘা গ্রামে মাটি খননের স্থানে গিয়ে কাউকে না পেয়ে ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে। এই অভিযান অব্যাহ থাকবে বলে জানান তিনি।