নাটোর অফিস॥
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নাটোরে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী বইমেলা। আজ বুধবার বিকেল থেকে কানাইখালী পুরাতন ষ্টেডিয়ামে জেলা প্রশাসন এই বই মেলার আয়োজন করে। নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.মোঃ হুমায়ুন কবীর উদ্বোধক হিসেবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই বিপুল সংখ্যক দর্শনার্থী মেলায় আসতে শুরু করেন। রাতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা বেগম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম প্রমুখ।
এদিকে এই ব্যাপী বইমেলা শুরু হওয়ায় প্রাণ ফিরে পেতে শুরু করে নাটোরের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন। রাতে মেলা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিল্পিবৃন্দ অংশগ্রহন করেন। বইমেলায় ৪০ স্টল স্থান পেয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণে বইমেলার দর্শকদের উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহন করা হয়েছে।