নাটোর অফিস ॥
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী দিবসে নাটোরের নলডাঙ্গায় দুই হাজার ৬শ শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেছেন সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের পাশাপশি প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের হাতে ডিজিটাল হ্যান্ড স্যানিটাইজার মেশিন হস্তান্তর করা হয়। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন এবং অতিথিবৃন্দের কাছ থেকে উপহার গ্রহন করেন।
বুধবার দুপুরে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর মন্ডলের সভাপতিত্বে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.মোঃ হুমায়ুন কবীর । অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা,জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা পৌর মেয়র মনির হোসেন প্রমুখ বক্তৃতা করেন । বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরম কাংখিত স্বাধীনতা উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায়-ভালবাসায় বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেছে। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাঠ করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও দেশের ইতিহাস পড়ে সমৃদ্ধ হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।