নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে খাবারের মধ্যে চেতনা নাশক ঔষধ মিশিয়ে চালক রঞ্জিত রোজারিও (৫৫)কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। গত শনিবার বিকেল ৪টায় রঞ্জিত রোজারিও (৫৫)কে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রাণ এলাকা থেকে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রঞ্জিত রোজারিও উপজেলার ভবানীপুর খ্রিষ্টান পাড়ার মৃত রেজিন রোজারিও’র ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো রঞ্জিত। প্রতিদিনের মতো শনিবার সকালে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর বিকেলে তাকে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে গেছে র্দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের চিহ্নিত করা সহ তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।