নাটোর অফিস॥
চতুর্থ ধাপে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারী। তফসিল অনুযায়ী রোববার শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী মাজেদুল বারী নয়ন ও বিএনপি মনোনীত একক প্রার্থী ইসহাক আলীসহ মোট ৫৪জন মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা পরিষদ চত্বর ছিল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পাশাপাশি উৎসুক জনতার ভির। সবমিলে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
রিটার্ণিং অফিসার ও ইউএনও জাহাঙ্গীর আলম জানান, শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাজেদুল বারী নয়ন এবং বিএনপি মনোনীত প্রার্থী ইসহাক আলী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ এবং প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬০৬ জন।