নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় মনোনয়ন ফরম উত্তোলনের দিন পৌরসভার ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. হাসান আহম্মেদ নিখোঁজ হয়েছেন। আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি। ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আহম্মেদ ২৪ ডিসেম্বর ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এব্যাপারে সিংড়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। হাসান আহম্মেদ সিংড়া পৌরসভার চকসিংড়া এলাকার মৃত নুরশেদ প্রামানিকের ছেলে।
হাসান আহম্মেদের স্ত্রী সর্মিলা আক্তার সাথী তার স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত জানান, হাসান আহম্মেদ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু দিন গড়িয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্বীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতেই সিংড়া থানায় তিনি একটি সাধারন ডায়েরি করেছেন বলে জানান সর্মিলা আক্তার সাথী।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জানান, নিখোজ হাসান আহম্মেদ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। তার সন্ধান সহ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে অবহিত নন বলে জানান ওসি।