নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় ভুয়া ডাক্তার আশরাফুল ইসলাম (৬০) ও আক্কাস মিয়া (৪৯) নামে এক ফার্মেসী মালিককে প্রতারনার দায়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানাসহ ২ বছরের কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ডাক্তার পরিচয়দানকারী আশরাফুল ইসলামকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং আক্কাস মিয়াকে ৭৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভুয়া ডাক্তার আশরাফুল ইসলাম সদর থানার আহমেদপুর চরতেবাড়িয়া গ্রামের মৃত ডাঃ সামশুর রহমানের ছেলে। দন্ডিত আক্কাস আলী বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামের মৃত সাধু মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাবের ভ্রাম্যমান আদালত।
সিপিসি-২ র্যাব নাটোর ক্যাম্পের কোম্পাণী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যা নিিিশ্চত করে জানান, আজ শুক্রবার দুপুরের পর নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও খাজুরা ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রাজেস কুমার সাহা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)সহ র্যাব সদস্য সহ ভ্রাম্যমান আদালত দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় এমবিবিএস ড্রিগ্রি না থাকা সত্বেও আশরাফুল ইসলাম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপসন করে এবং চোখের অপরাশেন করে রোগীদের কাছে থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছিল। এছাড়া আক্কাস আলী নিজ ফার্মেসী দোকানে ভূয়া ডাক্তার বসিয়ে সেবা প্রদানের নামে রুগীদের সাথে প্রতারণা করে অর্থ গ্রহণ করায় তাদের গ্রেফতার করে দন্ডাদেশ প্রদান করা হয়। অভিযানের সময় Autoref / kerato meter- 01 wU, (L) Kidney tray -×01 pcs, (M) guage – ×01 box, (N) Operational instrument -×01 set (O) Medicine drops are used in ophthalmology treatment -×16 pcs, (P) Anesthesia injection -×05 pcs, (Q)Injectional needles -×07 pcs, (R) Visiting Card -100 pcs, (S) Prescription book – 05 sets, (T) OT dress – 4 sets, (U). Torch light used in ophthalmology treatment – 04 pcs, (V) Refrectional Instruments -01 set , (W) Solo Saline -×01 bottle, (X). BP machine ( Stethoscope) ×02 sets, (Y) Stamp Seal -×1 set, (Z) Fundoscope -×01 set, (_) Injection Syringe -×10 pcs সহ জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ে সংরক্ষিত রাখা হয়েছে।