নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে গেছে । আজ সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মালঞ্চি রেল স্টেশনের প্রায় আড়াই কিলোমিটার দূরে এ দূর্ঘটনা ঘটে।
মালঞ্চি রেল স্টেশনের কী-ম্যান মোস্তাক আহম্মেদ জানান, মালঞ্চি রেলস্টেশন থেকে আড়াই কিলোমিটার উত্তরে ঠেংগামারা রেলগেট ও স্বরুপপুর রেলগেটের মাঝামাঝি স্থানে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যাক্তির ওই ব্যক্তি নিহত হয়। পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে ওই ব্যক্তি কাটা পড়ে।
অজ্ঞাত মৃত ব্যক্তির শরীরে কালো রঙের শীতের পোশাক ও পরনে সিটের প্যান্ট ছিল।
নাটোর রেল স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগাতিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যুর খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে আটার দিকে চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে