নাটোর অফিস॥
নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রদান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরি জলি প্রমুখ ।
বক্তারা বলেন, ৭ই মার্চ জাতির পিতার আহবানে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়া ঐক্যবদ্ধ মুক্তিকামী বাঙালি জাতিকে বিভ্রান্ত ও মেধাশুন্য করার লক্ষ্যে ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেসব বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা।