নাটোর অফিস ॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে পৃথিবীর ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দুরদর্শিতা , সততা ও সাহসিকতার সাথে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। একটি দরিদ্র রাষ্ট্রকে মাত্র ১২ বছরের মধ্যে একটি মধ্যমায়ের ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছেন। ক্ষমতা গ্রহণের পর তিনি ঘোষনা করেছিলেন রুপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ গড়ার। সেই ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারন করেছিলেন আজ ১২ পর এসে তার সুফল পাচ্ছি। তিনি আরও বলেন,বিশ্বের মধ্যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র এমন অল্প সময়ের মধ্যে মাটি ও মানুষের শক্তিকে কাজে লাগিয়ে একটি মধ্যমায়ের দেশে পরিনত করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো পৃথিবীকে নতুন একটি ধারনা উপহার দিয়েছেন। সারা পৃথিবিী যেখানে শহর থেকে গ্রামে ডিজিটাল করেছে ,সেখানে শেখ হাসিানা ডিজিটাল বাংলাদেশ গড়েছেন গ্রাম থেকে শহরের দিকে।
রোববার বিকেলে সিংড়া পৌরসভার ১২ টি গুরুত্বপুর্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ১০ এলাকায় ফ্রি ওয়াইফাই জোন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, করোনা মহামারীকালে মানুষের জীবনযাপন সহজ করে দিয়েছে প্রযুক্তি। এই মহামারীর মধ্যেও ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স ব্যবহার করে ঘরে বসে পণ্য কেনা-বেচা, অনলাইন শিক্ষা কার্যক্রম, ভার্চুয়াল বিচারিক কার্যক্রম, টেলি মেডিসিন সেবাসহ বিভিন্ন সেবা মানুষের কাছে পৌছে দিয়েছে সরকার। তিনি বলেন,’বাংলাদেশ ডিজিটাল হওয়ায় সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করছে। ফলে যে কোন অপরাধমূলক কর্মকান্ডের উৎস ও মোটিভ অনুসন্ধান এবং অপরাধীদের অবস্থান সনাক্তকরণ সম্ভব হচ্ছে।’
সিংড়া বাসস্ট্যান্ডে পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড, ওহিদুর রহমান, যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য রায়হান কবীর, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমুখ৷