সিংড়ায় মেয়র ফেরদৌসের পুনঃমনোনয়ন দাবিতে ৩০ শ্রমিক সংগঠনের সমাবেশ

নাটোর অফিস॥
আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌসকে পুনরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দাবিতে সমাবেশ ও দোয়া মাহফিল করেছে স্থানীয় ৩০ শ্রমিক সংগঠন। শুক্রবার সন্ধ্যা ৭টায় সিংড়া পৌর বাস টার্মিনালে সিংড়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিংড়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার আখি, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সরফরাজ নেওয়াজ বাবুু, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল, মটর মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান ইমাম, ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইমারত নির্মাণ সমিতির সভাপতি আজের আলী, সাধারণ আনারুল ইসলাম, টাক্টর মালিক সমিতির সভাপতি আব্দুর রউফ, ইলেকট্রিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সিংড়া জিএ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিংড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বক্তব্যে বলেন, আমি শ্রমিকের সন্তান। বিগত বন্যা-করোনার সব সময় আপনাদের পাশে ছিলাম। আগামী দিনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে যে কোন বিপদ-আপদে আপনাদের পাশে থাকব ইনশা আল্লাহ। সিংড়ার অধিকাংশ মানুষ কৃষক ও শ্রমিক। আপনাদের সন্তানদের অনলাইলে লেখাপড়ার জন্য ফ্রি ওয়াই-ফাই জোন ও চুরি রোধে শহরের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্টে সি সি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া শহরে একটি শিশুপার্ক ও স্টেডিয়াম নির্মাণ করা হবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *